অবশ্যই । দেখুন কোন একটা স্কিল অর্জন করার আগে সবাই নতুন থাকে । সেই হিসেবে এখানেও আপনি নতুন । তবে স্কিল অর্জন করতে আপনাকে গাইড করা হবে একদম হাতে ধরে ধরে । কোর্স টা এমন ভাবে সাজানো হয়েছে যেখানে একজন ছোট বাচ্চাও বুঝতে পারবে আসলে কাজ গুলো কিভাবে করতে হবে । তাই ভয়ের কিছুই নেই কাজ শিখুন ইনশাল্লাহ নিজে থেকেই পুরোনো হয়ে যাবেন ।
আমাদের কোর্স গুলো রেকর্ড ও লাইভ দুই ভাবেই পাবেন। রেকর্ড কোর্স রাখার উদ্দ্যেশ্য মূলত একটাই, সেটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং জগতে যারা আসে তাদের অধিক অংশ লোক কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাই । তাছাড়া লাইভ ক্লাসের উপস্থিতি কমে যাওয়া, লম্বা ক্লাস নেওয়া, কোর্স ফি বেশি হওয়া, সবাই সময় মতো ক্লাস জয়েন না করা, সব মিলিয়ে একটা অসুবিধার সৃষ্টি হয় । তাই রেকর্ড কোর্স রেখেছি যা আপনি যখন সময় পাবেন তখনই আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন । তবে যদি কেউ থেকে থাকেন যারা সরাসরি শিখতে চান লাইভের মাধ্যমে তাহলে তারা আমাদের লাইভ কোর্সে যুক্ত হতে পারেন ।
আমাদের ক্লাস গুলো অনেক ছোট আকারের । কারন হচ্ছে লম্বা ক্লাস গুলো এক ঘেয়েমিতার কারন হয়ে দাঁড়ায় । তাই ক্লাস গুলো যাতে আপনারা খুব কম সময়ে কোন প্রকার ঝামেলা ছাড়াই করতে পারেন সেই পরিবেশ রাখা হয়েছে এখানে । ১ মাস ভালো ভাবে প্র্যাক্টিস করে দিনে ২-৩ ঘন্টা সময় দিয়ে শিখলে ইনশাল্লাহ কোর্স সম্পন্ন হয়ে যাবে ।
জি অবশ্যই । সাপোর্ট এর জন্য আমাদের সাপোর্ট টিম এর একটা পেইজ আছে ওয়েবসাইটে । সেখানে সকল সাপোর্ট টিম মেম্বারদের সাথে যোগাযোগ করার সকল তথ্য আছে । তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ যেখানে আপনার সমস্যার কথা ব্যক্ত করবেন । সাথে সাথে আপনাকে উত্তর দিবে সাপোর্ট টিম ।
সমস্যা নেই । আপনাকে ইংরেজি জানতে হবে না । আপনি যদি শুধু ইংরেজি বিষয়ক গ্রামার এবং ওয়ার্ড গুলো পড়তে পারেন তাহলেই হবে । আমরা ফ্রিল্যান্সিং এর উপর একটা ইংরেজি কোর্স রেখেছি একদম ফ্রি । তাই চিন্তার কোন বিষয় নেই ।
জি আপনি যেকোন ডিভাইস থেকে আমাদের ক্লাস গুলো করতে পারবেন । তবে প্র্যাক্টিস এর জন্য কম্পিউটার বা ল্যাপ্টপ হলে ভালো হয় । আর ল্যাপ্টপ বা কম্পিউটার দিয়ে আপনি সব কাজ দ্রুত করতে পারবেন । তবে মোবাইল দিয়ে আপনি আমাদের সেলিং সার্ভিস এবং এডস ব্র্যাক সার্ভিস এর কাজ গুলো করতে পারবেন । তবে কম্পিউটার বা ল্যাপ্টব হওয়া বাঞ্ছনীয় ।
দেখুন এজন্য আমরা আপনাকে একটা সাহায্য করতে পারি শুধু । সেটা হচ্ছে আমাদের একটা শপ এর সাথে কথা বলা আছে শুধু যে Roxemy থেকে কোন স্টুডেন্ট ওই শপে গিয়ে ল্যাপ্টপ নিলে ২০০০ টাকা ডিস্কাউন্ট দিবে এবং ওই শপ থেকে আপনারা ২% লাভে ৬/১২ মাসের কিস্তি তে ল্যাপ্টপ নিতে পারবেন । বিস্তারিত জানতে আমাদের মেসেজ করুন ।
আপনার মূল উদ্দেশ্য ইনকাম করা না হোক । প্রথম উদ্দেশ্য স্কিল অর্জন করুন । আপনি সব গুলো ক্লাস আগে সম্পন্ন করুন । তারপর নিজেই বুঝতে পারবেন কোন কাজ টা করলে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন । আর একটা কোর্সে আমাদের তিনটা সেকশন আছে । তিনটা সেকশন শিখে তারপরই কাজে যাবেন । তখন আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন কাজটা দ্রুত রিজিক এনে দিবে ।
জি আমাদের সার্টিফিকেট এর ব্যবস্থা আছে এবং আপনি এইটা সব সময় ক্লাইন্ট কে পোর্টফলিও হিসেবে দেখাতে পারবেন । তবে এখানে শর্ত আছে । সার্টিফিকেট তারাই পাবে যারা ক্লাস গুলো সব সম্পন্ন করে আমাদের সার্টিফিকেট পরীক্ষায় পাশ করবে । কোর্স থেকে যা শিখবেন তার উপর একটা পরীক্ষা নেওয়া হবে । যদি ভালো রেজাল্ট করতে পারেন সার্টিফিকেট এর সাথে উপযুক্ত সম্মানিও দেওয়া হবে ইনশাল্লাহ